এক বিন্দু জল যদি আমার চোখে দিয়ে পড়ে,
সেই জলের ফোঁটা শুধু তোমার জন্য ঝড়ে।
আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে,
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে।
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে,
আমার মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝড়ে।
এখনো তোমাকে খুঁজি হাজার লোকের ভিড়ে,
তোমার সেই আসন আছে আমার হৃদয় নীড়ে ।
একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকি,
কল্পনাতে ও শুধু তোমারি ছবি আঁকি।
প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয়না কখনো জীবনে,
সেই প্রিয়সীকে খুঁজে বেড়াই গোপনে নয়নে নয়নে।
নীল নীলিমার ব্যাকুলতায় তাকে মনে পড়ে সারাক্ষণ,
সখী, অবেলায় অবসরে করো কি আমায় স্মরণ।
তোমাকে ছাড়া আমার কষ্টে কাটে দিন,
তোমার আঘাতে বাজবে একদিন আমার মরণ বীন।
তুমি হীনা আমি চলে যাবো সাদা কফিনের বেশে,
চেয়ে কি দেখবে সেদিন আমার মরণ যাত্রা বসে বসে।
সুখ দিয়ে জীবন করেছিলে শুরু স্বপ্ন ও দিয়ে ছিলে বেশ,
তোমায় নিয়ে ভাবনা যেন হয়না এখনো আমার শেষ।
জীবন কেটে যায় স্বপ্ন বিহীন আশা ভেঙ্গে যায় নিরবে ছলনার ছলে,
হৃদয়হীন মানুষ স্মৃতি দিয়ে কাঁদিয়ে দূরে চলে যায় কিছু না বলে।