আদম থেকে মানব হইলে
হইলে পরীক্ষায় পাশ,
মানুষ তুমি, মানুষ নহে, দম ফুরালেই লাশ ।
তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
রাখো ধরে ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস,
আদম থেকে হাওয়া হলো
হলো দুজন মানব রূপে শ্রেষ্ঠ প্রকাশ।
গন্ধম ফল খেয়ে সেই দিন করলো দুজন ভুল।
দুনিয়া হলো ঠিকানা এ বেদনায় ব্যাকুল।
জান্নাত থেকে বঞ্চিত এবার এলে দুনিয়ায়,
দুজন দুই দেশে থাকতে হবে এবার নিরূপায়।
এবার আদম ও হাওয়া সেজদাতে লুটে পরে,
তাদের দুচোখ ভরে অশ্রু ঝরে পড়ে।
থাকতে সুখের চাবিকাঠি যত্ন করোনা।
বিপদে পড়লে হয় হুঁশ, তখন হায় হায় করে লাভ হবে না।
মানুষ তুমি অমানুষের পথে চইলো না,
আদম থেকে মানুষ তুমি ভেবো না,
দিন দুনিয়া নিয়ে করি শুধু কল্পনা।
এ দুনিয়ার মায়া করে পরকাল ভুইলোনা,
ক্ষণিকের ক্ষণিকালয় তোমার আপন না।
মানুষ তুমি মনুষ্যত্ব ধরে রাখো না,
নিষ্পাপ হতে করো তুমি শুধু প্রার্থনা।
মানুষ হয়ে ঈমান নিয়ে, মরো তুমি, এইতো কামনা।