আমি পথহারা পথবাসী
চাহিয়া আছি হইয়া উদাসী,
আমি জানি নাক হায়
কোন্ পাপের ছলে যে আজ,
হইয়াছি গৃহহারা পথবাসী
পরিয়াছি গৃহহারার তাজ।
ত্রাসকর-মহাত্রাসকর, নিহৃদয়-নিদারূন
কোন্ সে অশুভোর জন্যে আজি,
সন্নিকটাবর্তী মোহিনীশক্তি ছেড়ে
হইয়াছি গৃহহারা বনবাসী।
আমি যে আর সহিতে পারিতেছি নে
ভুলে ভুলে জরাজীর্ণ হইয়াছে মোর গাত্র,
পথহারা হইয়া আমি হইয়া গিয়াছি
ছিন্নমূলের অযোগ্য-অবহেলিত পাত্র।
আমি উন্মাদ-উন্মত্ত ক্রুদ্ধ হইয়া
খুজিতেছি মহাগহিন বনের পথে পথে,
কোন্ সে কালের পর আমি যে হায়
পাইব এক মিত্র,যে চলিবে মোর সাথে সাথে।
আমা পানে চাহিয়া আছে বনের
শত-সহস্র-অগণিত বৃক্ষরাজি,
উদাস পথিক হইয়া ঘুরিতেছি পথে পথে
তাহারা একত্রে মম সংসর্গে ধরিয়াছে বাজি।
আমি পথহারা পথবাসী
চাহিয়া আছি হইয়া উদাসী।
হায়!আমি পথ হারাইয়াছি!
গহিন বনে আমি আমার পথ হারাইয়াছি।
পথহারা হইয়া যবে পথভ্রষ্ট হয় মানব
তৎকালে কি পথ খুজিয়া পাওয়া যায়?
তাহা খুজিয়া-মৃগয়া লওয়া যে হায়
অতি সরল অনারম্বর সাদাসিধা নয়।
আমি পথ হারাইয়াছি গহিন বনে
তাই তাহা খুজিয়া পাইতে চাই,
শত পাপ-তাপ প্রশমিত করিলে বুঝি
ফসকান পথ খুজিয়া পাই।