বর্ষাকালে বৃষ্টি মাখা উজ্জল কৃষ্ণ দিন
কোলা সোনা ব্যঙ নাচছে তা ধিন ধিন।
পিছল পথে হাটতে সবে আছাড় খাচ্ছে কত
তারপরেও কি পিছল পথে হাটা বাদ দিত।
কয়েকদিন গত হলো বৃক্ষরা সব করছে অবগাহন
তাইতো তাদের পাতাগুলো সব হচ্ছে দীপ্তিমান।
বর্ষাকালে চারদিকে জলে জলে জলময়
সেথায় শুধু উর্মিমালার কলকল স্বন শোনা যায়।
পাখিরা সব কুচকিয়ে হায় বসে আছে নীড়ে
হয়ত কারো বাসা,বিলীন হয়েছে বৃষ্টিমাখা ঝড়ে।
ঈশ!এই বুঝি আবার বৃষ্টি নামছে.....
চারদিকে বৃষ্টির ঝনঝন সুর
এসুর ভাবনাতে নিয়ে যায় অনেক দূর,
কত দিন ধরে বসে আছে সবে ঘরেরই এক কোণে
কবে এই বৃষ্টি থামবে? সে কথা কি কেউ জানে?
বর্ষাকালে শাঁপলা ফুল মাথা তুলে দেয় দোলা
এমন দোলার লগ্ন যে হায়,যায় না কখনো ভোলা।
যে দিকে তাকাই চারদিকে শুধু জলে জলে জলময়
শাঁপলার কুঁড়ি ও ফুলে বিস্তৃত মাঠ-ঘাট সজ্জাময়,
বৃষ্টির ফোটা টপটপিয়ে পড়ছে শাঁপলার গায়
এমনি ভাবে প্রাকৃতিক শোভা সৃজন হয়ে যায়।
শাঁপলার পাশ দিয়ে হায় সাঁতরিয়ে যে যায়
ধলো-কালো নিত্তরঙা হাস ও গাঙচিলের দল,
মাঝে মাঝে তারা ডুব দেয় জলের অতল গভীরে
ঠোঁটে তুলে নেয় মাছ-শামুকের সাথে একটু জল