তুমি ফিরে এসো না আর,
ফিরে এলে মনে পড়বে
কীভাবে একদিন তুমি ছুড়ে ফেলে গেলে
আমার সমস্ত ভালোবাসা।
ঝরা ফুলের গন্ধে ভরেছে আকাশ,
যেখানে প্রজাপতির ডানায় আর কোনো রং নেই।
তুমি ফিরে এসো না আর,
তোমার ছায়া মনে করিয়ে দেবে
আমি কেমন করে শিখেছিলাম
নিজের জন্য বাঁচতে।
তোমার অনুপস্থিতি আমাকে শিখিয়েছে
কীভাবে একা একা দাঁড়াতে হয়।
তুমি ফিরে এসো না আর,
আমি শিখেছি অন্ধকারেও আলো খুঁজে নিতে।
তোমার মিথ্যা প্রতিশ্রুতিগুলো
আমার হৃদয়ের গায়ে ক্ষত তৈরি করেছিল,
আজ সেই ক্ষতগুলো আমার শক্তি।
তুমি ফিরে এসো না আর,
ফিরে এসে ভুলেও বলো না
তোমার জীবন আমার জন্য শূন্য।
আমার জীবনে এখন আর কোনো শূন্যতা নেই,
তোমার অবর্তমানে আমি নিজেই গড়ে তুলেছি
আমার স্বপ্নীল পৃথিবী।
তুমি ফিরে এসো না আর,
কারণ তোমার অনুপস্থিতি আমাকে শিখিয়েছে
আমি নিজেই নিজের আলোকশিখা।
এখন আর তোমার ছায়ায় বাঁচার প্রয়োজন নেই।