তোমাকে পিথাগোরাসের উপপাদ্যের মতো নিখুঁত হতে হবে না। তুমি বরং আমার ভুলে ভরা কবিতা হয়ে থেকো। যে ভুল শুধরানোর অজুহাতে তোমার সাথে কেটে যাবে জীবনের বাকিটা অধ্যায়।  

তোমাকে নীল আকাশের মতো এতটা বিশাল হতে হবে না। তুমি বরং মাথার ওপর ছাদ হয়ে থেকো। যে ছাদ আমার ক্লান্ত-শ্রান্ত দুপুরে হয়ে উঠবে শ্রেষ্ঠ আশ্রয়।

তোমাকে ঢেউ তোলা সমুদ্রের মতো গভীর হতে হবে না। তুমি বরং একটা ছোট্ট পুকুর হয়ে থেকো। যে পুকুরের কাদায় ফুঁটবে রাঙা এক পদ্ম।