তোমার আলতা মাখানো চরণ
আমার নিষ্ঠীবান দ্বারা সাদা করি
আমার আল্কাতরা মাখানো মন
আমি কাউকে দেখাইতেও না রাজি
তোমার সাদা শাড়ির কাজ করা লাল পার্ট
দেখলেই মনে ভক্তি আসে
আমার আধোয়া ময়লা কোচকানো শার্ট
গন্ধে গলায় তিক্ততা ভাসে
তোমার পিকাসোর কারুকাজ করা দেহ
ফ্রেমে বন্দীত্ব করতে মন চায়।
আমার নোংরা সেই ভোগবিলাসী মোহ
অন্ধকারে গোপনে মুখ লুকায়।
তোমার পরিশ্রান্ত চোখের ভাষা,
ক্লান্তিহীন
পৃথিবী পুণ্য জমিয়ে চিরঅন্ধ হোক।
আমার আদায়ের পালা,
চুম্বন অর্থহীন
আমার ওষ্ঠ বরাবর তোমার চোখ।