বারি বর্ষণ হতে বারিধারা
ঝিরি ঝিরি টুপটাপ পতনের ক্লেশ
মগ্নতা কে জড়িয়ে রেখেছি নিস্তব্ধতায়
রাত জাগা যে আমার স্বভাব নয়।
সে তো বংশী বাদক ছিলো না
না ছিলো মর্মস্পর্শীতায় ব্যস্ত
নিজেকে সংবরণ করার ব্যর্থ প্রবৃত্ত
ও হে, সে যে হরণ করেছে আমার চিত্ত।
আনমনে ও দেখা হয়নি অবেলায়
বহুদিন ধরে পাইনি ও কোন চিঠি
অলেখা অদেখার বৃত্তে বসবাস, তবুও
কিঞ্চিৎ কষ্ট হঠাৎ অনুভূত হলে
চিঠি গুলো পড়ি বারবার
অভ্যস্ত হতে যে সময় পাইনি আমি।