তাকে যাও বলে দাও, এসেছি পাড়ে
আশা নেই ভাষা নেই, দুহাত ছেড়ে
বেঁচে আছি, মরি নাই, এতটুকু জেনো
ফিরবো না মনে রেখো, নিজেকে চেনো

কাল হবে না হবে, সে কথার পরে
না করি সময় নষ্ট, কুড়েমির তরে
যে যাই বলুক তাকে, করো না কাজা
অসারে মানুষের কাজ, পণ্ডিত সাজা।