ভেবেই পাই না এই ছোট্ট জীবনে
কেমনই বা হবে তারা
আর ক'জন প্রেমীই
তাদের প্রেমকে পেয়েছে।
সুখের সন্ধানে যেতেই
দুঃখের হাওয়া বয়েছে গায়ে
কলির খোঁজে বেড়িয়েছে
তো কাটায় পথভ্রষ্ট হয়েছে পায়ে
যেদিন দেখেছিল সে তাকে
অন্যের হাতে হাত রেখে পাশে,
কষ্ট লুকিয়ে রেখেছিল গহিনে
বলেনি সে একটিও কথা।
সাহস হয়নি তার সম্মুখে যাবার
বলতে পারেনি সে অব্যক্ত গাথা।
দূরেই ভালো তুমি,
কাছে যেতেই অসাহস,
কেনো না এতটা কাছে কখনোই
যেতে চাই না আমি
ভেঙে যাবার ভয় আমার।
সত্যিই জানি না কারা তারা
যারা তাদের প্রেম কে পেয়েছিল।