আমি,
ফড়িংয়ের পাখায় মৃদু হাওয়ার স্পর্শ দেই
শঙ্খচিলের ডানায় প্রাণের স্পন্দন নিয়ে আসি
ভোরের শিশিরের ছোঁয়া ফিরিয়ে দেই
যেমন ডুমুরের ফুল থাকে বহুদূরে
আমি একটু চঞ্চল স্নিগ্ধতা নিয়ে আসি
ঝিঙে লতার আড়ালে উষ্ণতার ডাকে
আমি আবার আমাকে ফিরাতে চাই
তোমার হাত পাখার মতো করে।