শোনো মেয়ে,
হয়তো সেদিন, কোন এক বিকেল সন্ধ্যাবেলায়,
সূর্যের ম্লান হাসি এসে পড়িয়াছিল তোমার গায়
অবাক চোখের চাহনি শেষে আমার দু চোখ,
দৃষ্টির অগোচরে নাহি ঠাঁই খুঁজিয়া পায়।
সেদিন তুমি হলুদ প্রভার আবছা নীলিমায়,
একটু হাসিয়া দিলে,
অবচেতন মনে কখন যে এই নির্মম হৃদয়,
হরণ করিয়া নিলে।
শান্ত নির্মল প্রাণবন্ত উজ্জ্বল আহা! কি সেই হাসি,
একটু সুযােগ পাবো কি হায়, দেখার সেই অনুরাশি।
আমার নাসায় এসেছে যেথা,পাইয়াছি তাহার ঘ্রাণ
সত্তা বিহীন নিঃস্পৃহতায় পড়িয়াছে ক্ষীণ টান।
অসার হয়ে বসে থাকাতে হবে না কোন কাজ
তোমার অবলোকনেই আমার,অতীত পাবে লাজ।
এই বিবশ আমি কোথায় রাখিবাে,
খুঁজে নাহিকো পাই
আরেকবার নয়,বার বার প্রেমে তােমার
পড়িতে আমি চাই।।