গ্রীষ্মের সোনালী ভোরের প্রথম প্রহরের স্নিগ্ধতায়
শ্রাবণের ঘনঘোর প্রথম বৃষ্টির প্রতিটি ফোঁটায়
শরতের নীল আকাশের সাদা মেঘের ভেলায়
হেমন্তের শিউলির মালা গাথা প্রতিটি খোপায়
শীতের শিশিরের ঘাসফুল ভেজা স্পর্শতায়
বসন্তের প্রজাপতির ব্যাকুল ব্যস্ততায়
তারা পরাজিত সময়ের কাছে, ক্ষুদ্র অবহেলায়।
উত্তাল সমুদ্রের মাতাল তরঙ্গের চঞ্চলতায়
অনন্ত গগন ছোঁয়া গাঙচিলের ক্ষিপ্রতায়
রাতের চাঁদে ঢাকা আকাশে তারার বিক্ষিপ্ততায়
অজানা দুর্গম সবুজঘেরা বনের নিস্তব্ধতায়
গোধূলি আবির মাখা সন্ধ্যা নামার অপেক্ষায়
সুখের জন্য প্রেম ছেড়েছে কেবলই নিঃস্বার্থতায়
তারা যন্ত্রণাকে আপন বানায়, আচ্ছন্ন প্রার্থনায়।