এমন যদি হতো,হারিয়ে যেতাম
কোন এক অজানা পথে বহুকাল ধরে
জনমানব শূন্য, প্রকৃতিতে ঘেরা।
যে মানব কখনো অরণ্য দেখে নি
সদা পরস্পরছেদী জালের বিন্যাসে বদ্ধ
চার দেয়ালের কাচের কুঠিতে।

সে যদি খোলসের ঝাপসা এড়িয়ে
উন্মুক্ত উদ্দেশ্য বিহীন
ব্রজ্যার নেশায় এগিয়ে চলে,
তাকে বাঁধা দেওয়ার সাহসে কুলয় না।

সে যদি বৃক্ষরাজিতে অদৃশ্যে হয়ে
কোন কাল দেখা না দেয়।
আর যদি কোলাহলের শহরে
থাকিতে তার সদয় না হয়।
কিংবা যন্ত্রমানবের আবেশের ঘোরে পড়ে
অবকাশের ছায়া খুঁজিতে থাকে।
তবে কি তাহাকে উন্মাদ বিকৃতমস্তিষ্ক
বলিয়া গালি দিবে।
নাকি সাধু বৈরাগী বলিয়া  প্রকৃতি প্রেমী
বানাইয়া দিবে, কেইবা জানে তাহা।।