উল্কা স্নিগ্ধ বালুকার ঝিলিক
দৃষ্টি ভ্রম করিতে উদগ্রীব,
রূঢ় মরীচিকার জালে বন্দি।
অতঃপর,
নীলাদ্রি হিম বারির লঘু স্পর্শে
কম্পিত হস্ত, দীর্ঘায়িত করিতে দুর্ঘট।
সপ্তধারাও সনানন্দে আশ্রিত কুলে
অতি সন্নিকটে যাইতে বিহল।
শৃঙ্গ ভেদিয়া গিরি নির্ঝরের
আরোপিত সুমধুর সুউচ্চ ধ্বনি
অদৃশ্য দূরবর্তী হইতেও কর্ণগোচরীত।
প্রস্তরে উপনিবেশ করিয়া সুহস্তে,
ওই বারিধারা প্রতিহত করার যাহা আনন্দ
তাহা এই অধম অস্ত্রে বর্ণনাতীত।