ধুসর নীলিমায় সেদিন মেঘ ভাসে নি
জমে ছিলো, জোছনার ক্ষীণ ছায়া
সকালের কুয়াশায় ভেজা ঘাস ফুলের ঘ্রাণ
আর একটু ঘোর লাগা ভ্রম।

সেদিন হয়তো বৃষ্টি হয় নি
মরুভূমি ভিজিয়ে দেয়া মেঘের আওয়াজ ও শুনি নি
মনের কালো আকাশের মাঝে দীপ্তির আভাস মিলেছে
তবুও ভ্রম কাটছে না।

একদিন হয়তো শ্রাবণ ধারায় নতুন রস আসবে
শরৎ কাশফুলের সাদা-নীলের জালে আটকে যাবো
এখনো যে এই ভ্রমের ঘোরে মেঘ-রোদের কান্না শুনে যাচ্ছি
মন থেকে মুছে ফেলতে পারছি না।।