ওই যে, জৌলুস হারিয়ে মরা প্রায় নদীটি চলছে
যেখানে আকাশ তলে ঢেউয়ের নাগর দোলে
ঘোলা স্রোতের ফাঁকে মাছের ঢেকুর উঠে
বাতাসের তোড়ে বেঁকে যায় স্রোত
যার বুকের মাঝে অবাধে জেগে উঠেছে বালুচর
নেই সেই কচুরিপানা ফুলের গন্ধ
লুকিয়ে গেছে শৈবালদামের ঢাকা হরিৎক্ষেত্র
যেখানে বালু-বাতাসের শো শো শব্দে মিশে একাকার।
নেই আর পানির কলকল আওয়াজের সুমিষ্ট ধ্বনি
চেয়ে আছে আঘাতের ক্ষত দাগের পাহাড়
লুকিয়ে গেছে মাঝি-সাম্পান সহ ভাটির গান
স্থবির হয়ে আছে প্রাণের উল্লাস
আহা! কি যৌবনই ছিলো
বাধ ভাঙা ভাঙনের বেগে, ভেসে যাওয়া পথিক
আসবে কি এই নতুন দ্বারে
প্রতীক্ষার শেষ প্রহরে।