নিঃস্বতায় ঘিরে আছে মূহতগুলো
দূর দিগন্তে পারি দিচ্ছে স্বপ্নগুলো
জীবনের গানগুলো হারিয়ে ফেলেছে কথা
মনটা হারিয়ে খুঁজে ফিরছে ছন্দময় কবিতা
আমার আমি হারিয়ে গেছি অজানায়
একাকি দূর বহুদূর নিরালায়
স্বপ্ন আকি মনে মনে
বাস্তবতা আমায় দেখে ভেংচিঁ কাটে
ভেসে বেরাই স্বপ্নের পৃথিবীতে
বাস্তবতা বারে বারে হাসে
নিশ্চুপ লক্ষ্যে অটুট আমি
স্বপ্ন করব পূ্রণ শিখিনি হারতে
হয়তো দোদল্যমান নিস্তব্ধ আমার সময়
হটাৎ থমকে দাড়াই নিরাশায়
আবার ছুটে চলি অজানা আশায়
ভাগ্য আমায় নিয়ে খেলা করে
মনটা তারপরও স্বপ্নের পিছনে ছোটে
এই ক্ষণিক সময় ছেড়না আমার হাত
খুব একা হয়ে যাব জীবন সংগ্রামে।।