ছন্দহীন, এলোমেলো জীবন চাই
নিজের গড়া শৃঙ্খল দিয়ে একটা জীবন চাই
নির্ভাবনায়, নির্ঝঞ্ঝাট একটা জীবন চাই ।

যে জীবনে নেই কোন পিছুটান
থাকবে শুধু জীবনের জয়গান
পাখির মত আকাশে ভেসে বেড়াব
সমুদ্র, পাহাড় মাঝে নিজেকে বিলিয়ে দেব ।

সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টির মাঝে
হারিয়ে ফেলব নিজেকে
দু'চোখ জুড়াব পাহাড়ি ঝর্না
আর পাহাড় সমুদ্রের মিতালি দেখে ।

চলতি পথে হয়তো থমকে দাঁড়াব
বাউল এর মুখে সুরের ধারা শুনে,
হয়তো তোমার কথা পরবে মনে
কিন্তু না, আমিতো পিছন ফিরে যেতে চাইনা,
সামাজিক শৃঙ্খলে আমার মন মানেনা
স্রষ্টার সৃষ্টির মুগ্ধতা দেখে
অনন্য, অন্যরকম এক শৃঙ্খলে
আমার এ মন আবদ্ধ করে নিজেকে ।

যেখানে থাকবেনা কৃত্রিমতার ছোঁয়া
থাকবে শুধু জীবনের জয়গান,
হয়তো পথটাকে সঙ্গী করে হারিয়ে যাব
কোন এক শিশির ভেজা ভোরে ।