বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
আমার মাঝে কিছুই পাবেনা খুঁজে
আমি ভেসে বেড়ানো মেঘ,
আকাশের বিশাল হৃদয় মাঝে
ছোট্ট একটু আবেগ ।
ভাবনা দিয়ে আঁকি নিজেকে
চাঁদকে ভেবে সাজাই তোমাকে ।
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
তেমন কিছুই নেই আমার মাঝে
শুধু এক ঝলক মিষ্টি অনুভূতি পাবে
মাঝে মাঝে ভিজিয়ে দেব তোমাকে,
এক হিমেল ভালবাসার শীতল অনুভূতি পাবে
কিন্তু পাবেনা খুঁজে আমাকে ।
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
আমায় দেখেনা কেউই
রাতের আকাশে চাঁদকে খুঁজে
তুমিই চাঁদ
এই মেঘের হৃদয় মাঝে
চাঁদের মত স্নিগ্ধ তুমি
তোমার মিষ্টি আলোর মাঝে,
প্রান খুলে ছুটোছুটি করে
ভেসে বেড়াই আমি তোমায় ভেবে ভেবে ।
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
রাতের আকাশে চাঁদের সাথে
আকাশ মাঝে খেলি লুকোচুরি
চাঁদ আমায় বুঝেনা
তাকে কত ভালবাসি
দিনের শেষে রাতের মাঝে করি ছুটোছুটি
স্বপ্ন এঁকে চাঁদের মাঝে খাই লুটোপুটি ।
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
পাবেনা সবসময় আমায় কাছে
তাতে কি, পাবে আমায় খুঁজে দেখো
তুমার হৃদয় গহিন মাঝে ।
আমি এক অনুভূতি শুধু ছোঁয়া দিয়ে যাই
নিজের মাঝে নিজেকে নিজেই খুঁজে বেড়াই ।
হাওয়ার মাঝে ভেসে বেড়াই
এখান থেকে ওখানে যাই
এইত আছি এইতো নাই ।
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
আমি ধূসর মেঘ
বাস্তবের মাঝে এক কাল্পনিক ছায়া
মাঝে মাঝে দেই শুধু মায়াবি ছোঁয়া ।
আড়াল রাখি নিজেকে মেঘের মাঝে
স্মরণ করো আমায় সকল ব্যথতার মাঝে
পাবে আমায় তোমার হৃদয় মাঝে ।
তবে
বন্ধু ভেবনা আমায়
আমি বন্ধু নই
বন্ধুত্বের কিছুই নেই আমার মাঝে
পাবে ভালবাসার অনুভূতি হৃদয় মাঝ থেকে
সফলতায় নয় খুঁজ ব্যথতায়
আশা করি কাছে পাবে আমায় ।।