স্নিগ্ধতার মাঝে অপূর্ব সাজে
কেটে যায় সময় না বলা কথার মাঝে,
মুগ্ধ নয়নে হারাই আকাশ মাঝে
কেটে যায় সময় সন্ধ্যাতারার ভাঁজে ।

তারার মাঝে চন্দ্রিমাকে রূপক ভাবে,
হৃদয় মাঝে টেনে বলি
স্রোতের সাথে হাওয়ায় ভেসে পালাবে?

মুচকি হেসে ভেংচি কেটে বলে,চল যাই মঙ্গলে
রাতের মাঝে দুলব আকাশের কোলে ।

পৃথিবীর মাঝে জীবনের ভাঁজে একলা পরে রই,
চলনা, চল গিয়ে মঙ্গলে মিলনের সাক্ষি হই ।

নারে,ক্ষণিক আগে আকাশ ছেরে এলি আমার মাঝে,
ক্ষণিক বাদে মিস্টি হেসে পালাবি মেঘের ভাঁজে ।

আমার আমি সত্ত্বার মাঝে আছি আপন সাঁজে,
জীবনের মাঝে জীবনের বাঁকে
সাজিয়েছি জীবন  সন্ধাতারার মাঝে ।

একলা মাঝে আপন গানে
ভিন্ন সূরে মিলিয়েছি কথা,
জীবনের তরীতে নীলিমার মাঝে
গাইব আপন মনে জীবনের এই গাঁথা ।