ঐ যা পড়েছিল বৃষ্টি আকাশের আনাচে-কানাচে
বুক পেতে আমি তার কুঁড়িয়েছি কিছু চিহ্ন-----
দিয়াশলাই মোড়ানো আগুন,
পোড়ানো সিগারেট ধোঁয়া,
স্বচ্ছ পানি-বাষ্পের মিলিয়ে যাওয়া।
কেন,কেন এই লুকোচুরি ?
আমি আবারো-আবার ভিজতে চাই!
অজস্র বৃষ্টি চাই !
আকাশের অন্তরাল তোমাকে চিড়ে
ঝলসানো সূর্য র্পুড়িয়ে,অনুভূতির অনন্ত গহ্বর
দৃষ্টির খুঁজে ফেরা শব্দাতীত নক্ষত্রালোক,
আরও কী - কী আছে বলো !
বুক পোড়া আকাশে তার পরিণত ক্ষত
কুয়াশার সূর্য সকাল শৃঙ্খল মুক্ত,
তপ্ত রৌদ্দুরে বৃষ্টিরা কেন পুড়ে মরে ?
শূন্য হাহাকার অনন্ত তৃষ্ণায়
মরুময় চেয়ে রয় ঐ পাহাড় সমুদ্রে
এখানে কী আছে বলো?এই খেলাঘরে
বৃষ্টিভেজা সে হাত পুতুলের বিয়ে
আগ্নেয়গিরির লকলকে শিখায়
এখন পুড়ছে - ভীষণ পুড়ছে ।
ক্ষুদ্র এ জীবন ; অনুর মহাবিস্ফোরণ
ছিন্ন-ভিন্ন,হাত-পা,চোখ-মুখ
যায় না চেনা আর সহজে !
ঐ যা পড়েছিল বৃষ্টি,
মুছে যাওয়া চিহ্ন রিমিঝিমি ছন্দ
মেঘের আঁড়ালে মেঘ,
এক খণ্ড মেঘ চাই—
বারে-বারে সমগ্র আকাশ ভিজতে চাই !