বিগত যত ক্ষত মুছে যায় না হয়তো,
হৃদয় বয়ে বেড়ায় চিহ্ন-দ্বিধান্বিত সংশয়
তাড়া করে বেরায় প্রতিনিয়ত,
প্রকৃত সেই তুমি নিজেকে হারিয়ে ফেল অনুক্ষণ।
আমার সেই তুমি;তোমার ’তুমি’ কে হয়তো –
কখনো আর করবেনা সমার্পণ।
ভালবাসতে হবে এমন নেই কোন আবদার
ভাল থাকবে,যে ভাবে ভাল থাকে মেঘলা আকাশ-
বৃষ্টি স্নাত প্রহর পুষ্প দুলিয়ে দেয়া হাওয়ার।
ভাল থাকতেই হবে তোমার-
এ বিশ্বসংসারে ;
ভাল থাকবার আছে দরকার।
শর্তহীন তুমি আমার,নেই অধিকার-
তবু তোমাকেই বলছি যতটা ভাল থাকা যায়
আর কত কী –যত সব না বলা তোমাকেই বলছি ।।