কবে কোন দিন বলো !
অভিমানে সন্ধ্যা হয়নি কালো,
ব্যাথা বিষ মিশে
কবেই বা রাত না আসে
কবেই বা রয় নীরব
আঁধারে বিচিত্র কলরব ।
এ যেন বড় বিস্ময়
হারানো দিনের অভিপ্রায়
সুখ খোজে--
দেহহীন কায়ার মতো ।
ঠিকানা বদলে গেছে
অতীতেরা মাঝে মধ্যে পথ ভুলে আসে,
নিদ্রাহীন রাতের আধার ফেরারি
এখনো তোমার কন্ঠে তন্দ্রা খোজে ।
হয়তো তোমার দেশ
গ্রহ নক্ষত্র তারা নিত্য সাজে
আধারে পরে না ছায়া;
তোমার আকাশে মেঘের অবকাশে
বৃষ্টিরা আসেনা কোনদিন ।
অভিমান বড্ড সঙ্গীবিহীন
আকাশ পাতাল শুধু অন্বেষণ,
কোথাও আছে কী চিহ্ন !
নির্লিপ্ত কোন অনুরাগ!
আসা যাওয়ার পথে
যা কিছু ছড়িয়ে গেছে
মুছে যাবে কী--
ক্ষুব্ধ মনের বাসনা !
এখানে এই নিঃসঙ্গ অভিমান
চমকে ওঠা অনুক্ষণ
দেহহীন কম্পিত চুম্বন
হৃদয় আঁধারে এখনো কে বলো !
রক্তক্ষরিত হৃদয়
স্তব্ধতার বুকে প্রচন্ড কম্পন
আবেগ তাড়িত সেই প্রেম
এখন বড্ড শান্ত কোমল
রুপে রুপান্তর ।
কেন যে এই চেনা বারে বারে
সঙ্গীবিহীন তবুও সঙ্গীন
প্রেম নয়, প্রেমের প্রচ্ছায়া
ঐ দুর এখনো এখানে
সুপ্ত জাগরনে হৃদয়ের আবছায়ায় ।