কোন একদিন বলেছিলে
যে বলেছিল সে নবীন,
কাঁচা ঘাসফুল সবুজে সাদা
ঊষার নরম কিরণ
স্বচ্ছ চোখ-মুখ কোথাও নেই
জগত জীবনের কোন চিহ্ন ।
কোন একদিন বলেছিলে---
বেদনা পৃথিবীর পথ হেটে ভীষণ ক্লান্ত
অনুভূতিহীন সুখ-দুখ কোন এক দিগন্তে
প্রশস্তি নয় –কোন প্রলাপ নয়
এখন সব সজ্ঞাবিহীন বড্ড প্রশান্ত ।
কংক্রিটে ঘেরা শহর-ইট বালির ঐ প্রাচীর
নিত্য নতুন রঙ মেখে দিব্যি চলে সময় ।
কোন একদিন বলেছিলে---
মেট্টোরেলের ঐ সংস্কার পথে
আমার হেটে চলা মিছে নেই কোন নতুন আশ
যেখানে মানুষ আর ককুরে এক বিছানায় ঘুমায়
সে এক অপার সাম্যতার নিত্য অভ্যাস্ত দর্শণ ।
যখন পৃথিবী ঘুমায় কোন এক নিজস্ব পৃথিবীর অন্তরালে
তখনো তোমার কণ্ঠ প্রতিধ্বনিত কত শতবার
সত্যি কী “ছ্যাঁকা খেয়ে বাঁকা পথে চলা”
বিভ্রান্ত আমি এক উন্মত্ত হাসি-হাসি অসংখ্য হাঁ-হাঁ---
তবুও তোমার কণ্ঠে আমার হাসি,
এখনো বার্তা পায়নি তার !
কোন একদিন বলেছিলে----।