আমরা মানুষ আমাদের পাশাপাশি বসবাস
কাছাকাছি পথচলা –চেনা জানা কতদিনের ।
বিশ্বসংসারে বিচিত্র যতসব সম্পর্কের জাল
তথাকথিত এই সব বন্ধনের দেয়াল চিড়ে
সম্পর্কের সেই অন্তর্নিহিত অর্থবহ প্রাণ
কবে কোন দিন বল ছুয়েছিল মানুষের মন !
তাই আমরা স্নেহের সুর বুঝিনা----
ভালবাসার সুর চিনিনা ;বুঝিনা কামনার বিকৃত সুর ।
নিতান্তই অসহায় এ আমরা –আমাদের মনোরাজ্যে
অবিরত অবিশ্বাসের রাজত্ব,
সস্তা চেতনায় আমাদের বিবেকবোধ চির অভ্যাস্ত ।
এই তো যাতনা এই তো গ্লানি
ক্লান্ত জগতের প্রশান্তি আশ্রায় মাগে অবুঝ প্রকৃতি রমণী ,
নিত্য এ সুখ-দুখের বায়না
জলন্ত সিগারেটের ভাপসা ধোয়ায় মিলিয়ে যায়
অনন্তে কিংবা অনুভূতির অনন্তলোকে !!