আঁড়াল দিয়ে লাভ কী বল?
দূরে তো তুমি যাবেই-কিংবা গেছ!
মনে করা-মনে রাখা;
এই সব ভেবে মরে কারা?
যতটা আপনে আসে
কিংবা যদি না সে মনে আসে!
এই সব অর্থহীন বাচালতা
তুমিহীন নির্জনতায়-অন্ধকারে,
পথ হাতরে মরা।
আমার ভাই,আলোই ভালো লাগে
জেগে-জেগে ছুঁয়ে- ছুঁয়ে তোমার প্রতিটি চিহ্ন।
যেখানে তুমি আছ যতটা
ঠিক ততটাই;তারপর----
তুমি কিংবা আমি
আমাদের আঁড়াল যেখানে যায়-যাক,
যাক না মিশে।।