স্বাধীনতা!
সে লাখ টাকার স্বপ্ন।
নিম্নবিত্তের ঘামে ভেজা নোংরা জামার খাঁজে
অথবা মধ্যবিত্তের ভাঙ্গা কলমে
তুমি স্বাধীনতা খুঁজছ?
সে আজ কড়কড়ে দুই হাজারের নোট
আর ক্ষমতার দম্ভে বন্দী।
বাতাসে বারুদের গন্ধ
ধবধবে সাদা পাঞ্জাবিতে এখনো রক্তের দাগ,
তুমি দেখেছ ?
চোপ!
ফুল ছেটা
শঙ্খ বাজা
আজ যে তোদের স্বাধীনতা!