মেঘে ঢাকা শরৎ
শিশিরবিন্দু কোথায়?
অশ্রুকণা ঝরে পড়ে
বৃষ্টি হয়ে হেথায়।
মেঘলা রাত্রি, একলা আঁধার
শিকারি পাখি, রক্তাক্ত শিকার -----
নিষিদ্ধ প্রেমে আসক্ত রাজপথ।
ক্ষুধার্ত শিশু, শ্রান্ত ভবঘুরে
এই বুঝি বৃষ্টি নামে আকাশ ফুঁড়ে
প্রেম বিষাদময় -------
শরৎ ,
তুমি কোথায়?
রক্তবিন্দু ঝরে পড়ে
বৃষ্টি হয়ে হেথায়।