হঠাৎ বৃষ্টি!
নীল ছাতা, ভরা বর্ষা
ভেজা রাস্তা, হলদে আলো
হলুদ শাড়ি, আলতো ছোঁয়া
মুচকি হাসি, তাতেই খুশি
বৃষ্টি ভেজা একটু চাওয়া
সব হারানোয় সব পাওয়া......
হঠাৎ বৃষ্টি বিদায় নিয়ে
বেলা শেষে চৈত্র এলো
পাতা ঝরা গাছ অচেনা লাগে....
আবার হঠাৎ বৃষ্টি এলো...
মরা ডালে সবুজ পাতা
উড়ে গেছে নীল ছাতা
উল্টে গেছে সাদা খাতা
ভর্তি হবে নতুন পাতা...
হলুদ শাড়ি, হলুদ শাড়ি
জানতে ইচ্ছে করছে ভারি
তুমি আমি একই আছি?
নাকি..
সময় স্রোতে বদলে গেছি?