এখন চৈত্র মাস।
মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা গাছটি তার প্রমাণ।
তার পায়ের কাছে পড়ে একরাশ ঝরা পাতা
আর গোটা শরীরে আঘাতের চিহ্ন, -
তার শুকনো ডালপালা গুলোর কদর যে খুব।
অথচ সারাটা বছর তার ছায়ায় বছর কেটেছে,
মেয়েরা দোল খেয়েছে,
অথবা এক বৃষ্টির রাতে কিশোর কিশোরী হাতে হাত রেখেছে।
মানুষ বড় বেইমান-
তার স্নেহ মাখা হাত আজ শুধুই কিছু কাঠের টুকরো মাত্র
তার শোভা কেবল জ্বলন্ত চুল্লীতে।
তবু আশা বেঁচে থাকে।
কখনো বৃষ্টি আসবে
ক্ষত শুকিয়ে যাবে
নতুন ডালগুলো নতুন পাতায় সেজে উঠবে
মেয়েরা দোল খাবে
ক্লান্ত পথিক ছায়ায় বসে পাখির গান শুনবে
কিশোর কিশোরী হাতে হাত রেখে এক বৃষ্টির রাতে-----
আবার চৈত্র আসবে
আবার পাতা ঝরে যাবে
আবার বেইমান মানুষগুলো--------------