সেদিন নিজেকে দেখে চমকে উঠেছিলাম।
আমি নই, আমার ছায়া।
কালো মিশমিশে।
এ ছায়া বহু হাজার বছর আগে পরিত্যক্ত গুহায় আদিম মানবের গচ্ছিত অতীত?
অথবা দূর ভবিষ্যতের যন্ত্র-বিজ্ঞানের বস্তুবাদী ছায়া?
ভয় পেলাম। অন্ধকারে লুকিয়ে পড়লাম।
দেখলাম, আমি আর আমার ছায়া মিলেমিশে একাকার।