প্রাণ দিয়েছো শহীদ তোমরা সেলাম প্রণাম তুচ্ছ
একটা বাক্য বাংলা বলতে হাজারটা ঢোঁক গিলছ
নিজের ভাষায় বলব কথা গাইব সুরে গান
একটুও কি যো আছে তার বং-চং-এ সন্তান
বাংলা গেল রসাতলে ইংরেজি সব শিখছে
শিক্ষাকর্তা হাত গুটিয়ে দারুণ মজা দেখছে
ব্রিটিশ যুগের কেরানীপনা বিপ্লবীরাও মুন্সী
জন্মান্তরে এসেও দেখেন একই চাক্কী পিষছি
আগে মিশত সংস্কৃত আর উর্দু ফারসি আরবি
তফাৎ কি আর বাংরেজিতে নবাব-কেতা ঝাড়বি
গেল গেল রব তুলেছেন গুরুজনেরা মোক্ষম
অগ্রণীরা অগুণী হলেন বাংলার পাতে ভাত কম
ইংরেজি না হলে কাকা চাকরি পাওয়া দায়
সমাজ একটু পাল্টে নিয়েও জ্ঞানটা দেওয়া যায়
খারাপ ভাষা বলে মনটা দারুণ হাল্কা পাই
মুখের মধ্যে তিতকুটে স্বাদ এরপর যাই খাই
ভালো গল্প শোনাও যদি কানটা খোলা রাখি
তোমার কান্না আমার মতোই ঘুরিয়ে দেখাও নাক-ই
কটু ভাষায় না হয়ে পটু হজম করলে মোক্ষ
সহজ কথা লুকিয়ে রাখে একলা পাকা যক্ষ
বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলা ভাষা
যাদের প্রাণে মাতৃভাষা তাদের ঘিরেই আশা
হোক না একটু বেশী করে ফ্রি তে গল্প বলা
শুনবে যত বুঝবে তত মধুর হৃদয় খোলা
চুল ছিঁড়ো না ভেবে হয়োনা দিশেহারা এক্ষুনি
বুলি পাল্টে গেলেও স্বপ্ন বাংলা ভাষায় বুনি