একাকার হয়ে যাওয়াই যায়
নিরাকার ঈশ্বরের সাথে
নির্বিকার থাকা যায় না শুধু
চিন্তামুক্ত গান আসে না প্রাতে
মোক্ষ কোনবেলাতে বিলি কর
কোন সাধনায় সিদ্ধি একদম বাঁধা
আমি শুধু তোমার চোখে দেখি
দুর্বল নই যতই আমায় কাঁদা
কে কার কোলে মাথা দিয়ে যে কাঁদে
ভুলে গেছে ওরা কার কতটা বয়স
ঈশ্বর তুমি মোড়ের মাথায় দাঁড়াও
ছেঁকে ধরেছে ঘেউ কুকুরের সাহস
তোমার আঙুল জন্মসূত্রে পাওয়া
মাথায় ভর্তি বারুদভরা গুপ্তি
দোস্ত পাবে না বোতল বোতল সুরায়
ভক্তিভাবে বস্তু-বাসনা মুক্তি