আমাকে একটা নতুন মন দেবে
পরিবর্তনশীল ডি.এন.এ. যুক্ত
যাতে গা ঘষাঘষি বেশি করে ফেললেও
আবছা না হই

আমাকে একটা নতুন চাকরি দেবে
শংসাপত্র ছাড়া
পাড়ায় পাড়ায় সকাল সকাল
মনের ময়লা ভর্তি ঠোঙা কুড়াব

আমাকে একটা নতুন কলম দেবে
প্রচণ্ড ভোঁতা
ভুল রাস্তার মোড়ে মোড়ে
মোটা করে কঙ্কাল চিহ্ন এঁকে দেব

আমাকে একটা নতুন হাত দেবে
লিপ্তপদের মতো
যাতে একটাও সুযোগ
আঙুলের ফাঁক গলে না যায়

আমাকে একটা নতুন যন্ত্র দেবে
হিংসার জ্বালানিতে চলে
যাতে কোমল জায়গা খুঁজে
টপাটপ রক্তপাতহীন প্রতিশোধ নিতে পারি

আমাকে একটা নতুন জামা দেবে
গিরগিটির গা থেকে খুলে
থাকবে তাতে পকেটভর্তি
ক্ষমতাধারীদের যোগসাজশের প্রমাণপত্র

আমাকে একটা নতুন ঘোমটা দেবে
গ্রিন হাউসের মতো
মনুষ্যত্বের চারাগাছ
একটু একটু করে বড় করব

আমাকে একটা নতুন পেট দেবে
উৎকোচের উৎসেচকে ঠাসা
কঠিন কঠিন অপমান আর স্তাবকতারা
হজম হবে খাসা

আমাকে একটা নতুন পিঠ দেবে
শজারুর কাঁটা সমেত
যাতে কেউ পেছন থেকে
অতর্কিতে বিঁধতে না পারে

আমাকে একটা নতুন বুক দেবে
নিকোটিনের হতাশা ছাড়া
যাতে ব্যর্থতার পালক ভিজিয়ে রাখলে
সাফল্যের সরবত হয় কড়া

আমাকে একটা নতুন জিভ দেবে
হেলচানিহিন
যাতে একই কাজের স্বাদ
নতুন করে চাখতে পারি দিনপ্রতিদিন

সবকিছুই নতুন হল তবু নেই শান্তির ঘুম
যদি কেউ চিনতে না পারে মানুষ বলে
ধুর ! বাদ দাও
তার চেয়ে একটা নতুন বছরই দাও
কিছু গুণ না থাকা ভালো
কিছু দোষও সঙ্গেই থাকুক না
একা হয়ে যাব না হলে
দেখি, আমার পুরনো সরঞ্জাম নিয়েই
মানবজমিন কতটা চষতে পারি
এতক্ষণে দৈববাণী প্রতিধ্বনিত হয় ,
“ তথাস্তু! তথাস্তু! তথাস্তু! ”