কোথাও যেন শুনেছিলাম।
তুমি পছন্দের কথা জানিয়েছিলে।
হাতে ঘড়ি নেই।
মুঠোয় নেই আগামীকালের চাল।
অনেক লজ্জা ভেঙে আঙুলে জ্বলছে হীরে।
ভয় পাই, যতটা পাওয়ার কথা ততটা নয়।
অপরাধ করতে করতে ন্যায়দণ্ড ধরে আছি মনে হয়।
ঘুণ ধরে তবু অঙ্গহানির সম্ভাবনা তুচ্ছ করে দেখি।
কাতর সকলেই হয় নিয়মিতভাবে।
সাহায্যের নতুন প্রতিশব্দ চাই।