তবে তাই হোক
নাহ্ ঈশ্বর বর দেন নি
আমি দিয়েছি তাদের
যাদের গোপন ক্ষতির ইচ্ছে বুকে লালিত হয়
ভেবেছি কষ্ট দূর হবে
কিন্তু কি আশ্চর্য
তারাও ফেলে চোখের জল
মানুষ মারা গেলে
তারা নিজেরাও বোঝেনি
তাদের মাজায় ঘুণ ধরে নি
অবৈধ সন্তানের মতো বাসা বাঁধে লজ্জা
কুরে খায় বিবেকের ভগ্নাংশ
তারা শুধু কষ্ট পেতে চায়নি বলে অসুখী
রইল মানবকাল
তবু তারা অন্যের কষ্ট আর নিজের সুখের গুণে
ধ্রুবক গড়তে চায় নি
ঈশ্বরের বাহন নিয়তি শেষে তাড়া করে
সমাপ্ত হয় তবে তাই হোক বুলি
অযাচিত বরদানের গুনাগার দিতে হল আমাকেই