কবিতার নাম – নতুন পোকা
কবির নাম – রূপম দে
গর্দান যাওয়ার ভয় নেই বাব্ল্হেডের।
প্যাঁচ–ভোকাট্টার খেলা হয়ে গেছে পুরনো,
টেবিলে নতুন মুখ ফুলদানি করে সাজিয়ে রেখেছি মাত্র।
আঙুলে প্যাঁচানো নেই সুতো
ঠিকমতো হোঁচট খেলেই
জামা–জুতো–প্যান্টের মায়া ভুলে যেতে হবে।
ফলে যে হাত শোষণ করে
তাকেও বাঁচিয়ে ফেলে শোষিতের পিঠ।
তোমার মুখটা তোমার হলেও
আমার মুখটা কেটেছেঁটে বানিয়েছি তোমার বায়না ধরে ধরে,
তাই আমার মুখটাও তোমার,
আত্মরতিতে ভুগছে বাব্ল্হেড। কিন্তু
গর্দান না থাকলেও সে অতর্কিতে বল জালে জড়াতে পারে।