মহানগরী যেতে টোলপ্লাজা পড়ে,
দেওয়ালে গুটখার পিক্-এ ভর্তি,
সবাই আমারই মতো মুখ ঘুরিয়ে
বাসের মধ্যে অন্যদিকে তাকায়,
এতো ব্যস্ত! হাজার হাজার লোকের
কোমরে দড়ি বাঁধে অফিসের ঘড়ি।
ওখানে যারা কাজ করে রোজ
তারা হয়তো কোনদিন ভাবে
স্বাধীনতা আন্দোলনের মহড়া
দেবে, এই অপদার্থতা ঘোচাতে,
কি জানি কি করে জমে যায়
মফঃস্বলীমনে শহুরে সহনশীলতা।
এসি কারে কাঁচ তোলা বাবুরা
স্মার্টফোনে গেম খেলে মুখ নিচু করে
যে যার জীবন নদী বেছে নালা বেছে
বয়ে চলে দানা দানা পুণ্যে ভেসে।