ভোট মানে
©রূপম ভৌমিক🌿
ভোট মানে একটা ছুটির দিন।
ভোট মানে বাসে ভিড় বেশ কয়েকদিন।
বাসই মেলে না অনেক সময়।
একসাথে বেরোনোর ভয়।
মায়েরা বলে, বাবু তাড়াতাড়ি বাড়ি ফিরিস।
এদিক ওদিক একশো চুয়াল্লিশ।
ভোট মানে ঘরে মাংস ভাত দুপুর বেলায়।
টিভিতে চোখ রেখে কখন ঘুম এসে যায়।
আবার সন্ধ্যে নামে টিভি পর্দা ঝলসে ওঠে।
দেখি কত লাঠির ঘা খেয়ে ছোটে।
অকাল দীপাবলির সন্ধ্যের মতন চারিদিকে বারুদের গন্ধ।
টেবিলে বসে বিশ্লেষণ কে ভালো কে মন্দ...
প্রেডিকশন নিয়ে হাজির কত বিশ্লেষক।
না ফিরে আসার দেশে যারা, তাদের বাড়িতে শোক।
কত হসপিটালের দোর গোড়ায়।
কেউ বা ফাইবার স্টিকের চুমুতে খোঁড়ায়।
দোকান বাজার চায়ের গুমটিতে একই আলোচনা।
কে কি করলো, কে দিলো দুধ ভর্তি বালতিতে চোনা।
মুখরোচক বেশ মুচমুচে মজাদার।
ভালো মাথার কথা নেই,বেশির ভাগ মুখই পায়ুদ্বার।
সেই দ্বারের ডাকই কত উচ্চস্বরে!
খারাপ তরতর করে ওঠে,যত নিরীহ মানুষ মরে।
ভোট মানে উৎসব, কোথায় আবার উৎশব।
যেমন ছিলাম তেমনি রইবো, আমার আবার কি রব...
যে যেই তিমিরে সে আরো তিমিরে।
প্রদীপের তলায় আলো যাবে কি করে...?
ভোট মানে বেশ সাজো সাজো ভাব।
ভোট শেষ, আবার অভাব.....
©রূপম ভৌমিক🌿