সন্ধ্যা
✍🏻©রূপম ভৌমিক🌿
দূরে গান চলছে ঢিপ ঢিপ।
পাতার ভিতরে খসখসে আওয়াজ।
তাকিয়ে দেখি একদলা কুকুর ছানা ঠান্ডা থেকে বাঁচতে জড়ো হয়ে শুয়ে আছে।
হালকা শীতল হাওয়া,পুরোনো স্মৃতির মতন কতগুলো পাতা ঝরিয়ে দিয়ে গেলো।
আমি নীরব।
সন্ধ্যামেয়ে আমার কাঁধে হাত রেখে শ্লথ করলো আমার গতি।
আমি পৃথিবীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে ঢুকে যাচ্ছি;
আপাদ মস্তক।
দৈত্যাকার গাছেরা আমাকে দেখছে বলছে শিকড়ে ফিরে এসো।
আমি তলিয়ে গেলাম।
পায়ের কাছে সুরসুরি অনুভব হলো।
একটি কুকুর ছানা লেজ নাড়ছে,
সম্বিৎ ফিরলো।
সন্ধ্যা মেয়ে হাত উঠিয়ে আমাকে বললো।
'আমি আলোতে আলোতে শব্দের ভিড়ে মরে যাচ্ছি,
এমনিতেই আমার সময় কম ছিলো। তাও কেড়ে নিচ্ছে।"
নীরব শ্লথ আমি , এত দ্রুত ছুটছে সময়।
শঙ্খের ধ্বনি কানের পর্দায় এলো।
সন্ধ্যের নুপুর ধ্বনি মিলিয়ে গেলো।
পায়ের কাছে কুকুরটি এখনো লেজ নাড়ছে।
গাছেরা নীরব আমার দিকে চেয়ে।
দূরে ঢিপ ঢিপ গান বাজছে।
কান দিয়ে রক্ত বেরোচ্ছে অল্প অল্প।
#রূপমেরকলম
#রূপমভৌমিক