দাদা একটু কলমটা দেবেন...?
ব্যাগ থেকে উঁকি দিলো A K 47।।
যে আঙুল একদিন কলম ধরতো।
সেই আঙুল আজ ট্রিগার ধরে।
বুকে পিঠে বুলেট সাজানো থরে থরে।।
একদিন এই পিঠেই স্কুল ব্যাগ ঝুলতো।
ছোট ছোট স্বপ্নে ওরা খেলত আর দুলতো।।
কচি-কচি প্রাণগুলো বাজি রাখে।
হাসি মুখে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর ডাকে।।
শান্তির হাওয়া আজকাল উল্টোবয়।
হিংসা তো সবকিছুর সমাধান নয়...
তবু বৃথা মেতে ওঠা হত্যা লীলায়..
সবুজপ্রাণ গুলোকে মৃত্যুর পাঠ শেখায়।।
পেন ধরলে কাঁপে কড়া পড়া আঙ্গুলগুলো।
মাটি চাপা পড়ছে আজ সৌখিন ইচ্ছেগুলো।।
গোল টেবিলে মত্ত সব সাতকাহনে।
ঝাঁপিয়ে পড়ছে ওঁরা ওঁদের অঙ্গুলি হেলনে।।
শুধু মগজ ধোলাই চলছে চারিদিকে।
হিংসার আবহে আজ শান্তির বাণী ফিকে।।
কোথায় তোমার আলো প্রভু কোথায় তুমি?
দেখে যাও আজ, তোমার রক্তাক্ত জমি।
যে হাতগুলো তৈরি হয়েছিল কলম ধরার জন্য।
আজ সেই হাতগুলো হয়ে উঠেছে বন্য।
থাক লড়াই যুদ্ধের গান।
শান্তিতেও তো হয় সমাধান।।
©--রূপম ভৌমিক