রং বং চং

রূপম ভৌমিক


আলোচনা সমালোচনা..
জল্পনা কল্পনা রক্তের আল্পনা।
রং নিয়ে হইচই।
বেকারত্বের আলোচনা কই..?
বেকার তো নেই দেশে।
ভেবে কি হবে এসব নিয়ে এসো চিল্লাই ডিবেট এ বসে।
ভাইরাস এলো মানুষ ঘরে গেলো।
শিল্পী অনেক উঠে এলো।
ভাবলাম বিপ্লব হবে রেনেসাঁ।
ধুর শালা!! সবটাই ধোঁয়াশা।
পেটে ভাতে শিল্পী সব,কে বোঝে ওদের মর্ম।
সব তো বাইরে গন্ডারের বর্ম..!
পচা খবরের ওপর নুনের ছিটে ধর্ম..।
খাচ্ছে জনতা বেশ চেটে পুটে।
সব হাই হাবাতে।
ভাত শেষ তাতে কি জাত আছে খাক পেট পুরে।
ব্রেন ছাড়া বেঁচে থাক না সমাজ জুড়ে।
কলমে শিকল পরানো।
রাত্রে ডিবেট শুনে চোখ জুড়ানো।
বাঙালি তুমি কি মৃত ..?
নাকি আধ মরা অর্ধজীবিত..!
জাগো !!
নাহলে রাত্রে পচা খবর খেয়ে সকালে মুখ দিয়ে হাগো।
অশিক্ষায় মুখ ঢাকো।
রং বং চং মাখো।

#রূপমেরএলোমেলোকলম
#রূপমেরএলোমেলোচিন্তারাশি