অনন্তের সুর

না জানি কত নদীপথ বেয়ে চলা।
দীর্ঘ যাত্রাপথ কিছুতেই শেষ হয়না,
কত কথা থেকেই যায় না বলা।
আজকের মতন একটি করে দিন আসে।
আমার কাঁধে হাত রেখে পাশে বসে।
আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।
কিছু অস্পষ্ট কথাও বলে যায়।
দেহের বয়স বাড়তে থাকে।
জীর্ণতা শরীর ঢাকে।
পথের মাঝেই পথ খুঁজে বেড়াই।
মরীচিকা দেখে হাত নাড়াই।
দিন কমে আসে,ভিতরে প্রদীপ জ্বালাই।
অনন্ত সমুদ্র মিঠে সুরে ডেকে যায়।
চেতনা দেহের খোলস ছেড়ে এগোতে চায়।
পাহাড় সম বাধা গুলো অবরোধ করে।
আজকের মতন একটি করে দিন আমাকে গাইতে শেখায় অনন্তের সুরে।।

✍🏻 কলমে--©রূপম ভৌমিক


#রূপমেরএলোমেলোকলম
#রূপমেরকলম