কিছু তো একটা করতে হবে যা হোক।
আরে মেরে খাওয়া বা খেটে খাওয়া যাই হোক;
করতে হবেই কিছু না কিছু,ধরে থাকতে হবে পিছু।
একটা গভীর আলোচনা বসিয়ে অন্তত অগভীর বিষয়ে আলোচনা হলেও করতে হবে।
নয়তো নয়তো বা নয়তো বা কিছু না পেয়ে একটা সিগারেট ধরিয়ে একটা ছবির দিকে তাকিয়ে না বুঝে বাহঃ! বলতে হবে।
বা দেশটা রসাতলে গেল বলে পিক করে গুটখার পিক রাস্তায় ফেলতে হবে।
রিকশাওয়ালা কে শুয়োরের বাচ্চা বলে নিজে বিকেলে পর্ক  নুডুলস খেতে খেতে ব্লাডি সমাজ বলতে হবে।
তুই আমার যোগ্য হতে পারবি? পারবি না বলে অফিসে বস হতে হবে।
কিছু না কিছু করতেই হবে।
আগে মোরাম ঝেঁপে অট্টালিকা এখন চিপস তাও আবার ভাগে ভাগে লাভের ধন পিঁপড়ে অনেক।
কিছু করতে হবেই! এমনি এমনি বসলে হয় নাকি নেতা নাকি?
বড় বড় স্ক্যাম নিয়ে কথা না বলে বরং ধর্ম নিয়ে কথা বলতে হবে।
Ssc, psc, neet, net এসব আলোচনার বিষয় হলে টি. আর.পি হবে নাকি?
ধুর! বরং মুঘল এক রাজাকে নিয়ে ভাবি।
সুন্দর করে সুন্দর বন নিয়ে হালকা লংকা ছিটিয়ে আলোচনা হোক।
মাটির তলায় কঙ্কাল গুলো হাসে বিগত সাম্রাজ্যের।
ধুর বরং কালুর দোকানে গিয়ে চা বিড়ি টেনে জিডিপি নিয়ে বলে আসি যতটা রিল দেখা ততটা।
আরে ভাই আমাকে তো একটু হিরো সাজতে হবে তাই না!
ভিড়ে ঢুকে কারণ না জেনে দুঘুষি না মারলে কি করলাম।
কিছু না কিছু কত করতেই হবে।
না পারলে তো যে জায়গা করা চাপের।
জায়গা চাই অনেকটা লোকে দেখতে পারে যাতে।
দেখানো টাই বড় ব্যাপার