কিছু না কিছু
কিছু না কিছু সবাই করছে।
যেমন পশু মানুষ হওয়ার চেষ্টা করছে,
আবার মানুষ পশু হওয়ার।
কেউ সন্মান রক্ষার চেষ্টা করছে কেউ বা নেওয়ার।
কেউ শান্তি আনতে চাইছে কেউ গুলি করছে।
বুদ্ধ কত করে বুঝিয়ে গেলেন।
হিটলার শুনলো না।
আরো আরো হিটলার এলো।
জেনোসাইড হলো হতেই থাকলো।
মায়ের মুখ ছেলের রক্তে ঢাকলো।
কেউ আঁকলো কেউ বা লিখলো।
কারোর একটিও বাল ছেঁড়া গেল না যেমনকার তেমনি থাকলো।
কেউ কিছু না কিছু করছেই।
এই যে গালি দিলাম এটাতেই কেউ হাসলো।
গালিতেই আটকে রইলো সুরসুরি বেশ।
কোথায় দেশ? কোথায় মহাদেশ? কোথায় অবশেষ?
আসল কথাটা এরকম করেই লুকিয়ে গেল।
আগেও গেছিল আবার যাচ্ছে যাবে।
মানুষ মানুষকে খাবে।
একদিন পশু হয়তো মানুষ হয়ে যাবে।
আর মানুষ.???