খাঁচার বয়স
©রূপম ভৌমিক
প্রতিটি জীবন আলাদা আলাদা একটা উপন্যাস...।
তার মধ্যে কিছু মানুষের জীবন ছোটো গল্প, কিছু সোনালী ইতিহাস।
আর কেউ কেউ কবিতা হয় ছন্দে মাখানো,
কারোর জীবন আবার গদ্যে ডোবানো।
আমার তো এখনো কিছুই হওয়া হলো না ।
পেলো না, পেলো না খোলা আকাশ আমার ডানা।
তবে খোঁজ চলে নিরন্তর।
খাঁচায় বন্ধী এই অন্তর।
ভোরের আলো আসবে তো বলে বলে;
সব ফুরোলে আবার হয়তো জন্ম নেবো মায়ের কোলে।
তবে কি এখন মৃত্যু আমার হবে ! নাকি হলো..!
না মোটেই না ! হ্যাঁ একধাপ এগিয়ে গেলো।
আবার একটা চ্যাপ্টার,
সেই একই তার।
নতুন সুরের খোঁজ চলে রোজ..।
পুরোনো স্মৃতির বোঝ ;
মাথায় করে চলেছি ফাইনাল ডেস্টিনেশনে।
তবে কি একটা অলিখিত উপন্যাস তৈরি হচ্ছে মনে..!
আরো তো ভালো মন্দ কত অভিজ্ঞতায় পূর্ন হবে স্মৃতির বই।
অতশত না ভেবে বরং জীবন আনন্দে তীরে বসে রই।
দুঃখ ঝঞ্ঝা যাই আসুক হৃদয় জুড়ে।
প্রতিরোধের শক্তি যেন পাই হৃদয়পুরে।
সময় বালি ঘড়ি।
খুব তড়িঘড়ি!
আবার সময়, দিন দ্রুত পায়ে এলো স্মৃতির গলি ধরে।
জানান দিলো এই খাঁচার বয়স বাড়লো সময়ের সুরে।