জে না রেশন
©রূপম ভৌমিক
বিরাট গ্যাপ।
জল ভর্তি ট্যাংকি শূন্য ট্যাপ।
একটা গোটা জেনারেশন।
লাইনে দাঁড়িয়ে নিচ্ছে রেশন।
জোয়ার খোঁয়ার নতুন বাড়ি।
এদিকে আমাদের শূন্য হাঁড়ি।
কে ভাসলো কে ডুবলো।
সকাল সন্ধ্যে এই নিয়ে কীর্তন চললো।
শেষে শূন্য হাতে একটা গোটা জেনারেশন।
কাজ নেই তাই জান কুরবান বলে যা ইচ্ছে তাই করবো বলছে।
ঘরে ঘুণে সার্টিফিকেট খাচ্ছে।
হাতে বাটি নিয়ে একটা গোটা জেনারেশন লাইনে দাঁড়িয়ে।
লড়াই চলছে নাগাল ছাড়িয়ে।
পাত্তা নেই সুদিনের গালে হাত।
বিনিদ্র রাত....
একটা গোটা জেনারেশন ক্ষয়ে যাচ্ছে।
আদৌ কি চেতনা হচ্ছে..???
একগাদা প্রশ্ন চিহ্ন...
কান বন্ধ কুর্সি করেছে লাগামহীন হিংস্র বন্য..