ধর না..!


বসে থাকো চুপ করে কথা বললে চ্যাংদোলা।
না ক্যামেরা নিয়ে কেউ যাবে না নপুংসক ক্যামেরা শালা।
ফাঁকা আকাশ হাজার ছোঁবে দিন।
বাকি সব চলছে দারুন রঙিন।
লোকে শুনছে বমির শব্দ ক্ষমতার শীৎকার।
দিন পেরোয় রাস্তায় আসে না বিচার।
শুয়ার..! ওই প্রাণীটিকে অপমান করা হচ্ছে না তো..!
প্যান্ডেল বাঁধো বুম নাও চিৎকার জোরো লেটস গো।
সক্কাল থেকে টেলিকাস্ট দারুন, সোশ্যাল মিডিয়া ছেয়ে।
চোখ পাথর হয়ে আছে চেয়ে।
গোগ্রাসে গিলছে আবার চায়ের দোকানে দিচ্ছে উগরে।
রোদ জল শীত সব ওদের নিচ্ছে নিগড়ে।
খোঁজ নেই মাঝে মাঝে ওঠে দুর্বল দেহে খাকি গাড়িতে ভরে।
দিন রোজ বাড়ে সম্বিৎ নেই স্বপ্ন মরে।
এত রঙ এর ভিড়ে কালো পিচে হক দাবির বধির শুনতে পায়না কান্না।
প্রতিশ্রতি আসে গাজর ঝোলে বলে ধর না...!
চিৎকার শোনা যায় মাটিতে ধ.....র্না।
চিৎকার শোনা যায় উঁচুতে ধ.....র্না।
দাবি দাবি দাবি...
শোনার কান নেই কেন এটাই ভাবি।