ভাবটা তেমন নয়, স্বতঃস্ফূর্ত নয়।
একটা দায় সেরে ফ্যালার চেষ্টা।
হাঁটতে হয় হাঁটছি বলতে হয় বলছি;
নাহলে যে নিজের দিকেই তীর গুলো আসে।
কালো আত্মাকে প্রশয় দিয়ে বিকট করতে সুড়সুড়ি অন্তরেই।
শয়তানের সাথে সহবস্থানে অস্বস্তি নেই খুলিগুলোর।
ইমেজ ঝকঝকে রাখতে ঝুট প্রলেপ দিয়ে সাজানো।
যাকে তাকে আমরা মুহূর্তে ভগবান বানিয়ে ফেলি।
এতটাই বেশি কল্পনার ক্যানভাসে চালাই রংতুলি!
অনেক ভাবগুলো যেন পুরোটাই দায় সারা স্ক্রিপ্ট করা।
করতে হয় করা এই আর কি, বলতে হয় বলা।
হাঁটলেই পাশে সে তোমার আমার সঙ্গী হবে এটা হাস্যকর।
মুখ থুবড়ে পড়ে আছে শিউলি ফুল রাস্তায়,সৌন্দর্য ভূলুণ্ঠিত।
সুযোগ বুঝে গাড়ির চাকায় মুতছে কুকুর।
মাইকের সামনে ঠোঁট কোষ্ঠকাঠিন্যের পায়ুদ্বার।
গদগদ করে গিলছে ভুলছে কালো কালো মাথা।
ভাবগুলো তেমন জোরালো নয় স্বতঃস্ফূর্ত নয়।
যখন তখন যাকে তাকে ঈশ্বর বানিয়ে পুজো করে দিচ্ছি।
আয়নাতে দেখছি কঙ্কালের গায়ে লেগে আছে হাজার বছরের পাপ।
তাও হাঁটছে, কত মুখে সত্যের আলো, কত মুখ শুধুই শয়তানের ওপরে নিপুণ সত্যের মুখোশ।